পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু : বছর পরে উমার আগমন বাংলায়

17th September 2020 7:53 am বাঁকুড়া
পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু : বছর পরে উমার আগমন বাংলায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  আজ মহালয়া।আজই পিতৃ পুরুষের শেষ সাথে সাথেই দেবীপক্ষের সূচনা। মহামায়ার আগমনবার্তা সূচনায় দিকে দিকে কাশফুলের রমরমা, নীল আকাশে পেঁজাতুলোর মতো সাদা মেঘের আনাগোনা।তবে এবার করোণা আবহে ও মহালয়ার এক মাস পর দূগ্গো উৎসব শুরুর ঘনঘটায় কিছুটা হলেও ভাটা পড়েছে তর্পনের কাজেও। এবছর আশ্বিন মাসে দু দুটি অমাবস্যা পড়ায় আশ্বিন মাস জুড়েই মলমাস পালিত হবে। হবে না পুজো অর্চনা। 

মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পনের আজই শেষ দিন। গত পূর্ণিমা তিথি থেকে শুরু হওয়া তর্পনের মহালয়ার অমাবস্যায় শেষ। সে উদ্দেশ্যেই আজ মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃ পুরুষকে জলদান করার জন্য সূর্যোদয়ের সাথে সাথেই বাঁকুড়ার বিভিন্ন নদী ঘাটে শামিল হলেন পুণ্যার্থীরা। বাঁকুড়ার গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, দামোদর, জয়পন্ডা, শালী সহ বিভিন্ন নদী ঘাটে ভিড় জমান তর্পনের উদ্দেশ্যে জড়ো হওয়া মানুষজন। নিয়ম নিষ্ঠা নির্ঘন্ট মেনে চলে পূজার্চনা। তবে করোনা আবহে সংক্রমণ এড়াতে অল্প পরিসরে সামাজিক দূরত্ব বার্তা সেভাবে যে পালন করা সম্ভব হয়নি তা মেনে নিয়েছেন তর্পনের উদ্দেশ্যে উপস্থিত হওয়া মানুষজন।
 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।